
সাভারের আশুলিয়ায় শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’কে শিশু নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার লক্ষ্যে তিনি তার দুই শিশু সন্তানের প্রতি নিষ্ঠুর আচরণ করতেন বলে অভিযোগ। ভিডিওতে দেখা যায়, তিনি শিশুদের জোর করে খাওয়ানো, শারীরিক কষ্ট দেওয়া ও অপমানজনক আচরণ করেছেন। আশুলিয়া থানার পুলিশ জানায়, শিশু আইনের ৭০ ধারায় মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।