
জুলাই-আগস্ট আন্দোলনের সময় আশুলিয়ায় ছয় তরুণকে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার ঘটনায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফীসহ তিন পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অভিযোগ, ৫ আগস্ট পুলিশ গুলি করে হত্যার পর একজন জীবিত থাকা তরুণের গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারে। এ ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে।