
গাজীপুরের টঙ্গীতে আরিচপুরের রূপবানেরমার টেকে একটি ফ্ল্যাটে শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে সহোদর দুই শিশু মালিহা (৬) ও আব্দুল্লাহ (৪) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহতদের বাবা আব্দুল বাতেন মিয়া, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের তাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা, মালয়েশিয়া প্রবাসী। তিনি পরিবারের সঙ্গে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুদের মা সালেহা বেগম বাসায় ছিলেন। বাবা বাইরে থাকাকালীন দুর্বৃত্তরা ফ্ল্যাটে ঢুকে শিশুদের হত্যা করে পালিয়ে যায়। আব্দুল বাতেন বাসায় ফিরে রক্তাক্ত লাশ দেখে চিৎকার করলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, হত্যার কারণ জানতে সালেহা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়েছে।