
শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের ছাব্বিশপারা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার দুপুরে ঘণ্টাব্যাপী সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে এবং দুইজন আহত হন, একজনের হাতের কব্জি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে দেশীয় অস্ত্রও ব্যবহৃত হয়। মূল বিরোধ সাবেক ছাত্রলীগ নেতা মিঠুন ঢালী ও ইউপি সদস্য হালিম তালুকদারের মধ্যে হলেও বর্তমানে তাদের অনুসারীরা নেতৃত্ব দিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।