
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া স্কুল এন্ড কলেজে পহেলা বৈশাখ পালিত হয়েছে। এউপলক্ষ্যে ১৪ এপ্রিল ১ বৈশাখ নাগেরপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাগেরপাড়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান মন্টুর নেতৃত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগেরপাড়া ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা জাকির হোসেন মন্টু দপ্তরী, সমাজ সেবক মাহবুব আলম মন্টু, নাগেরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হেমায়েত বেপারী ও নাগেরপাড়া স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি কবির হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, নাগেরপাড়া স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় সাবেক চেয়ারম্যান প্রার্থী মোঃ জাকির হোসেন মন্টু দপ্তরী বলেন, আজ সোমবার (১৪ এপ্রিল ২০২৫) পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ, ১৪৩২ সালের প্রথম দিন। এ দিনটির মধ্যদিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন আরেকটি বছর।
আজ দেশের সব মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে উদ্যাপন করবে বাংলা নতুন বছর ১৪৩২। পুরোনো সব ব্যর্থতা ভুলে গিয়ে, নতুন আশায় ও সবার মঙ্গল কামনায় জমে উঠবে নববর্ষের উৎসব। নববর্ষকে স্বাগত জানিয়ে চারদিকে ধ্বনিত হবে ‘এসো হে বৈশাখ, এসো এসো।