
বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, ভারত হঠাৎ ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও এতে বাংলাদেশের কোনো সমস্যা হবে না। তিনি বলেন, নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে সংকট কাটানোর চেষ্টা চলছে এবং বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধি করা হবে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, অবকাঠামোগত উন্নয়ন ও খরচ বৃদ্ধির বিষয়ে কাজ চলছে। পাল্টা ট্রান্সশিপমেন্ট বাতিলের প্রশ্নে তিনি বলেন, এটি তার দায়িত্বের বিষয় নয়; বরং সক্ষমতা বাড়ানোই লক্ষ্য। এই মুহূর্তে ভারতকে চিঠি দেওয়ার পরিকল্পনা নেই বলেও তিনি জানান।