
সারা দেশের মত শরীয়তপুরেও নকলমুক্ত ভাবে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে সেকেন্ডারী স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা।
জেলার মোট ৩৩ টি পরীক্ষা কেন্দ্রে ও আরো ১৭টি ভ্যানুতে একযোগে সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়। সকাল সাড়ে ৯ টার মধ্যে পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রবেশ করে জেলার ৬ উপজেলার ১শত ৩৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আসন খুজে নিয়ে নিজ নিজ আসনে বসে স্বতস্ফুর্তভাবে পরীক্ষায় অংশ নেন তারা।
এসময় শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত হলেও প্রশ্ন পত্র প্রদানের আগেই কেন্দ্র ছেড়ে নির্দিষ্ট দুরত্বে অবস্থান নেন অভিভাবকগণ। কেন্দ্রে ও ভ্যানুতে দায়িত্ব পালান করছেন নির্বাহী মেজিষ্ট্রেট সহ প্রশাসনের কর্মকর্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ। নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে মোতায়েন রয়েছ পুলিশ।
শরীয়তপুরে এবছর মাধ্যমিক বিদ্যালয় থেকে ৯ হাজার ৬শত ৬৫ জন, দাখিল মাদ্রাসা থেকে ১ হাজা ৭ শত ৬৯ জন এবং ভোকেশনাল থেকে ১ হাজা ৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।