Friday 18th April 2025
Friday 18th April 2025

ভেদেরগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

ভেদেরগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
ভেদেরগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’ এই প্রতিপাদ্যে বাড়তি ইলিশ উৎপাদনের লক্ষ্যে ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে শরীয়তপুরের ভেদরগঞ্জে মৎস্যজীবীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১০ এপ্রিল দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে চরসেনসাস ইউনিয়নের নরসিংহ পুর ফেরিঘাটে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ্ আল ইমরান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা আবুল হোসেন।

নাজিফ হাসান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক, চরসেনসাস ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল খায়ের,আড়ৎ ব্যাবসায়ী মমিন দিদারসহ আড়ৎদার ও মৎস্যজীবীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন,যদি জাটকা সংরক্ষণ করা যায়, তাহলে ইলিশের উৎপাদন অনেক গুণ বাড়বে। উৎপাদন বাড়লে বাজারে এর প্রভাব পড়বে, সরবরাহ বাড়বে, দামও নিয়ন্ত্রণে থাকবে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ইলিশকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কার্যকর কর্মপরিকল্পনা নিয়েছে। এর ধারাবাহিকতায় জাটকা সংরক্ষণ সপ্তাহ ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পালন করা হবে।