Saturday 19th April 2025
Saturday 19th April 2025

ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে শরীয়তপুরে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল

ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে শরীয়তপুরে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল
ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে শরীয়তপুরে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল

বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে শরীয়তপুরের মনোহর মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের শরীয়তপুর জেলা সভাপতি মুহা. তারেক জামিল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মাহবুব আলম। এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাষ্টার দেলোয়ার হোসেন।

বক্তারা বলেন, “আন্তর্জাতিক সংগঠনগুলো বিভিন্ন বিষয়ে সরব থাকলেও ফিলিস্তিন নিয়ে তারা নীরব। ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হলে আমাদের জ্ঞান, বিজ্ঞান ও মানবিকতায় শক্তিশালী হতে হবে। সেই সঙ্গে ইসরায়েলের পণ্য বর্জন করে বিশ্বব্যাপী প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

তারা আরও বলেন, “বাংলাদেশ সবসময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। এই গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলকে আরও সোচ্চার হতে হবে এবং সরকারকে জাতিসংঘে এই ইস্যুটি জোরালোভাবে উপস্থাপন করতে হবে।”

সমাবেশে জেলা ও বিভিন্ন থানা শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।