Saturday 19th April 2025
Saturday 19th April 2025

শরীয়তপুরে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে মহিলা দলের বর্ষবরণ শোভাযাত্রা

শরীয়তপুরে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে মহিলা দলের বর্ষবরণ শোভাযাত্রা
শরীয়তপুরে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে মহিলা দলের বর্ষবরণ শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে শরীয়তপুরে মহিলা দলের উদ্যোগে বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

এউপলক্ষ্যে বুধবার ১৬ এপ্রিল সকালে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস রোডের সামনে গিয়ে শেষ হয়।

বর্ষবরণ শোভাযাত্রায় নেতৃত্ব দেন ও সভাপতিত্ব করেন, শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি আল আসমা উল হুসনা। প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা মহিলা দলের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রাজিয়া সুলতানা রানী।

এতে অংশগ্রহণ করেন, মহিলা দল নেত্রী শাহানা পারভীন, নুরজাহান বেগম, শিরিন মাহমুদ, পারভীন আক্তার, ইমু আক্তার, ফারহানা মনি, রুমা হামিদ, লিমা মাহমুদ, শাহিদা আক্তার, মমতাজ বেগম, আছিয়া বেগম, শাহনাজ আক্তার, ফিরোজা আক্তার, সালমা বেগম, জিয়াসমিন তালুকদার, হাসিনা সিকদার, জাকিয়া বেগম, মিলি তালুকদার, বিলকিস বেগম, শাহিনা আক্তার, রিনা বেগম, ফাতেমা বেগম, শানজিদা আক্তার, ইশরাত আবেদীন, রেখা আক্তার, শারমিন আক্তার, লিপি বেগম, শিল্পী বেগম ও সেলিনা আক্তার সহ মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।