
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বরিশাল এক্সপ্রেস বাস কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে ছাদ হারায়। বেপরোয়া গতিতে চলা বাসটি থামেনি; চালক ছাদবিহীন গাড়ি নিয়ে ১০ কিলোমিটার চালিয়ে যান। দুর্ঘটনায় ২০ যাত্রী আহত, একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। চালক ও হেলপার পালিয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার তৎপরতা চালায়।