
ফিলিস্তিনের জনগণের ওপর চলমান নিপীড়ন ও ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে ডামুড্যা উপজেলা পৌরসভা , সরকারি পূর্ব মাদারীপুর কলেজ ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা পৌরসভা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ আয়োজনে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ করে তারা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
এর আগে শিক্ষার্থীরা কলেজ চত্বরে জড়ো হয়ে একটি
র্যালি করেন। র্যালিতে শিক্ষার্থীদের হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’, ইসরায়েলের পণ্য বয়কট, বদরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, ইসরায়েলের দুশমন হুশিয়ার সাবধান, সেইভ চিলড্রেন অব প্যালেস্টাইন’ লেখা প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।