
ইসরায়েলকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সরবরাহের অভিযোগে মাইক্রোসফট ফিলিস্তিনপন্থী কর্মীদের তীব্র প্রতিবাদের মুখে পড়েছে। ৮ এপ্রিলের এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, ওয়াশিংটনের রেডমন্ডে মাইক্রোসফটের প্রধান কার্যালয়ে এআই বিভাগের সিইও মুস্তাফা সুলেইমানের বক্তৃতার সময় দুই কর্মী বিক্ষোভ করেন। ইবতিহাল আবৌসাদ মঞ্চে ‘কেফিয়াহ স্কার্ফ’ ছুড়ে দিয়ে গাজায় গণহত্যায় মাইক্রোসফটের জড়িত থাকার অভিযোগ তুলে বলেন, “তোমরা ৫০ হাজার মানুষের রক্তে হাত রাঙিয়েছো।” ভানিয়া আগারওয়ালও একইভাবে প্রতিবাদ জানান। বিল গেটস, স্টিভ বালমার ও সত্য নাদেলার উপস্থিতিতে এ ঘটনা মাইক্রোসফটের অভ্যন্তরীণ অসন্তোষ প্রকাশ করেছে।