
নানা আয়োজনে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে বাংলা নববর্ষ বরণ করা হয়েছে।
১৪ এপ্রিল ১পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে শরীয়তপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের দিনব্যাপী নানা আয়োজন করা হয়।
সকালে প্রথম প্রহরে নববর্ষ বরণ উপলক্ষে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বাংলা নববর্ষের এ আনন্দ শোভাযাত্রায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রামীন খেলাধুলা অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইনের সভাপতিত্বে এ সময় বালকদের জন্য ধীরে সাইকেল চালানো, বালিকাদের জন্য দড়িলাফ, শিক্ষকদের জন্য বল নিক্ষেপ ও শিক্ষিকাদের জন্য হাঁড়িভাঙ্গা খেলা অনুষ্ঠিত হয়।
আয়োজন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।