
বগুড়ার ধুনটে আদর্শ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে সিজারের সময় ২৪ বছর বয়সী মহনা খাতুনের পেটে সার্জিক্যাল গজ রেখেই সেলাই করেন ডা. সাখাওয়াত হোসেন। ঘটনার কয়েক মাস পর পেটে ব্যথা অনুভব করলে পরীক্ষা করে বিষয়টি ধরা পড়ে। এরপর পুনরায় অস্ত্রোপচারের মাধ্যমে গজ অপসারণ করা হলেও সংক্রমণ দেখা দেয় এবং আবারও তাকে অস্ত্রোপচার করতে হয়। ভুক্তভোগীর স্বামী থানায় মামলা করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসক দায় এড়ানোর চেষ্টা করছেন।