
শরীয়তপুর গোসাইরহাট এলাকায় প্রশাসনের নির্দেশকে বৃদ্ধাঙুলি দেখিয়ে এসএসসি পরীক্ষার মধ্যেই গরিবের চর স্কুল এন্ড কলেজে মাঠে অবৈধভাবে ৭ দিনব্যাপী মেলার আয়োজন করেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী।
অনুমোদন ছাড়া মেলা আয়োজনের খবরে হতবাক সংশ্লিষ্টরা। নিজেদের স্বার্থ হাসিলে একটি চক্র এভাবে নানা ইস্যুতে মেলার আয়োজন করে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ। আর উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ জনান, বৈশাখী মেলা উদযাপনের বিষয়ে উপজেলা প্রশাসন অবগত নয়।
রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ‘২০০০-এর ৫ নম্বর ধারা অনুযায়ী, ‘খেলার মাঠ অন্য কোনোভাবে ব্যবহার বা অনুরূপ ব্যবহারের জন্য ভাড়া, ইজারা বা অন্য কোনোভাবে হস্তান্তর করা যাবে না’। এ আইন লঙ্ঘন অন্যদিকে এসএসসি পরীক্ষা চলমান। এছাড়াও গরিবের চর স্কুল এন্ড কলেজ মাঠ সংলগ্ন একটি মাদ্রাসা , প্রাথমিক বিদ্যালয় অসংখ বসতবাড়িসহ বাজারে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে দেখা গেছে উক্ত মেলার ৪১ জন বিসিষ্ট আয়োজক কমিটির সাথে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম। এসময় তার বক্তব্যে সার্বিক আইনশৃংখলা নিয়ন্ত্রনের নিশ্চয়তার কথা জানান তিনি।
মেলার নামে জুয়া ও মাদকসহ নানা বেআইনি কর্মকাণ্ডের শঙ্কা। এছাড়া সন্ধ্যা হলে মেলার বাদ্যযন্ত্রের আওয়াজে এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় সমস্যা হয়। এ কারণে মেলাকে ঘিরে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী কিশোরগ্যাংএর আনাগোনা বেড়ে গেছে বলে স্থানীয়রা জানান।
মঙ্গলবার ঐ মেলায় গিয়ে দেখা যায়, স্কুল চলাকালীন সময়ে ক্লাস ফাঁকি দিয়ে অনেক শিক্ষার্থীদের মেলায় ঘুরা ঘুরি করতে দেখা যায়,
ভক্স পপ: শিক্ষার্থী , দোকান মালিক, মাদ্রাসা সুপার, প্রাইমারি প্রধান শিক্ষক,গরীবেরচর স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক।
অডিও বক্তব্য, গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাকসুদ আলম।
গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ জনান, বৈশাখী মেলা উদযাপনের বিষয়ে উপজেলা প্রশাসন অবগত নয়।