Saturday 19th April 2025
Saturday 19th April 2025

এস আলম গ্রুপের বিপুল বেনামি ঋণ, দ্বিতীয় স্থানে বেক্সিমকো

এস আলম গ্রুপের বিপুল বেনামি ঋণ, দ্বিতীয় স্থানে বেক্সিমকো
এস আলম গ্রুপের বিপুল বেনামি ঋণ, দ্বিতীয় স্থানে বেক্সিমকো

বাংলাদেশের ব্যাংক খাতে পৌনে দুই লাখ কোটি টাকার বেনামি ঋণের সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে সবচেয়ে বেশি ১ লাখ ৩২ হাজার কোটি টাকা নিয়েছে এস আলম গ্রুপ। দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো গ্রুপ, যারা ২২ হাজার কোটি টাকার বেনামি ঋণ নিয়েছে। নাবিল, নাসা, আরামিট, সিকদার গ্রুপসহ আরও একটি গ্রুপও এই প্রক্রিয়ায় জড়িত। ভুয়া বা অস্তিত্বহীন কোম্পানির নামে ঋণ নিয়ে বিদেশে পাচার করা হয়েছে, যা এখন খেলাপি হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক ও বিএফআইইউ’র তদন্তে এসব তথ্য উঠে এসেছে, এবং ঋণের দায় সুবিধাভোগীদের নামে দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।