Friday 18th April 2025
Friday 18th April 2025

শরীয়তপুরের একসাথে তিন সন্তানের জন্ম দিলেন জেসি

শরীয়তপুরের একসাথে তিন সন্তানের জন্ম দিলেন জেসি
শরীয়তপুরের একসাথে তিন সন্তানের জন্ম দিলেন জেসি

শরীয়তপুরে একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন ২২ বছর বয়সী জান্নাতুল নাইমা জেসি। গত মঙ্গলবার দুপুরে শহরের বেসরকারি ক্লিনিক ফাতেমা মেডিকেল সেন্টারে তিনটি বাচ্চার জন্ম হয়। সিজারিয়ান ডেলিভারিতেই দুই মেয়ে ও এক ছেলে সন্তানের মা হন ওই নারী। মা ও তিন নবজাতক সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক। একসঙ্গে তিন সন্তানের জন্ম ও সন্তানেরা সুস্থ দেখে আনন্দিত গৃহবধূর পরিবার।

জান্নাতুল নাইমা জেসি জাজিরা উপজেলার মূলনা গ্রামের বাসিন্দা মো. সাগরের স্ত্রী।

ফাতেমা মেডিকেল সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. অহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত মঙ্গলবার (৮ এপ্রিল) ফাতেমা মেডিকেল সেন্টারে ভর্তি হয় জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের বাসিন্দা জান্নাতুল নাইমা জেসি। অাজ বৃহস্পতিবার দুপুরে শহরের ফাতেমা মেডিকেল সেন্টার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তান জন্ম দেন ওই নারী। একসঙ্গে তিন সন্তানের জন্ম ও সন্তানেরা সুস্থ দেখে আনন্দিত গৃহবধূর পরিবার।

ফাতেমা মেডিকেল সেন্টার হাসপাতালে একসঙ্গে তিন নবজাতক সন্তান ও গৃহবধূকে দেখতে ভিড় জমায় স্থানীয়রা। বর্তমানে মা ও তিন নবজাতক সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

সটঃ ডা. মো. অহিদুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার, ফাতেমা মেডিকেল সেন্টার শরীয়তপুর।

প্রে-অফঃ জান্নাতুল নাইমা জেসি পরিবারে তিন সন্তানকে ঘিরে বইছে আনন্দের জোয়ার। ভবিষ্যতে মানুষের মত মানুষ হবে এমনটাই প্রত্যাশা পরিবারটির।