
শরীয়তপুরে হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মঙ্গলবার সকাল ১০ টায়, শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, ঘন্টা ব্যপি মানব বন্ধন কর্মসূচী পালন করে জেলা প্রশাসকের বরাবর স্মারক লিপি প্রদান করেছে মৃত লুৎফর রহমান রোমানের স্বজন ও এলাকাবাসী।
অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে স্বজনরা ও মামলার বাদীপক্ষ আইনজীবী জানায়, গত মার্চ মাসের ৩০ তারিখ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ভেদরগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের গৈড্যা গ্রামের বাসিন্দা লুৎফর রহমান রোমান তার নির্মানধীন নিজ বাড়ির বাউন্ডারির মধ্যে মাদকসেবী মোঃ মনির হোসেন ও কবির হোসেন সহ ৪/ ৫ জনকেকে মাদক সেবনে বাধা দিলে তাকে পিটিয়ে হত্যা করে মাদকসেবীরা।
ঘটনার সময় স্থানীয়রা হত্যাকারীদের মধ্যে ২ জনকে আটক করে ভেদরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এব্যাপারে ভেদরগঞ্জ থানায় হত্যার স্বিকার মৃত লুৎফর রহমান রোমানের ছোটভাই মোঃ রকিবুল হাসান মামলা দায়ের করেন। পুলিশ মামলায় ৩০২ ধারা দিয়ে মামলা গ্রহন বাদী রকিবুর হাসানকে অবহিত করলেও আদালতে মামলার কাগজে ওভার রাইটিয় করে ৩০২ ধারাকে ৩০৪ এর (ক) ধারা রূপান্তরিত করে আদালতে প্রেরণ করে এবং আসামীদের রিমান্ড না চাওয়ায় আদালত তাদের জামিনে মুক্তি দেয়। এবং উক্ত তারিখ বাদীকে না জানানো হয়। আসামীরা বাহিরে জামিনে থাকায নিরাপত্তা হীনতায পড়েছে বাদীসহ বাদীর পরিবার।
থানার ওসি ও মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে দোষারূপ করে বিচার চান মানববন্ধনে অংশ গ্রহনকারীরা। এবং সকল আসামীকে গ্রেফতার করে ফাঁসির দাবি জানান তারা।
এই মানববন্ধনে হত্যার বিচার চেয়ে এবং ভেদরগঞ্জ থানার ওসির বিচার চেয়ে একত্বতা জানিয়ে মানব বন্ধনে অংশ নেন, বৈষম্যবিরোধী আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার আহবায়ক ইমরান আল নাজির। মানববন্ধনে অংশ নেন বাদী পক্ষের আইনজীবীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্যব্যক্তিরা।
পরে বিচার চেয়ে এবং বাদীর পরিবারের নিরাপত্তা চেয়ে হত্যকান্ডের মামরার কপিসহ স্মারক লিপি জেলাপ্রশাসকের মাধ্যমে আইন উপদেষ্টার বরাবর প্রেরণ করেন তারা।