
জাকজমক ভাবে শরীয়তপুর সরকারী কলেজ ক্যম্পাসে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বর্ষ বরণ উৎসব ১৪৩২ উদযাপিত হয়েছে।
পরপর ৪ বারের মতো জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হকের নেতৃত্বে ও দিক নির্দেশনা ও তত্বাবধানে অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বাঙালি সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরে নাচে গানে মুখরিত করে তোলেন। কলেজ শিক্ষক ও ছাত্রছাত্রীদের পাশাপাশি মঞ্চে গান করেন দেশ বরন্য কয়েকজন অতিথি শিল্পী।
এর আগে একটি বৈশাখী আনন্দ শোভাযাত্রা বের করে কলেজ চত্ত্বরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। এবং বাঙালিপনা বুকে ধারণ করে পান্তা ভোজনের আয়োজন করেন।