
দেশের সরকারি হাসপাতালগুলোতে প্রথমবারের মতো ফার্মেসি স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে কম দামে উচ্চমানের ওষুধ সরবরাহ নিশ্চিত করা হবে। প্রাথমিকভাবে হাসপাতাল চত্বরে ফার্মেসি চালু হবে, যেখানে বহুল ব্যবহৃত ওষুধ তিন ভাগের এক ভাগ মূল্যে পাওয়া যাবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান জানান, এটি একটি নতুন ব্যবস্থা, যা সব সরকারি হাসপাতাল ও ক্লিনিকে কার্যকর হবে। ওষুধ চুরি রোধে পুরো প্রক্রিয়া ডিজিটাল করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।