Sunday 20th April 2025
Sunday 20th April 2025

গোসাইরহাটে কৃষকদের নিয়ে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

গোসাইরহাটে কৃষকদের নিয়ে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত
গোসাইরহাটে কৃষকদের নিয়ে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

শরীয়তপুরের গোসাইরহাটে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজিত ২০২২-২৩ অর্থবছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফ্রেজ/ প্রজেক্ট (এনএটিপি-২)-এর আওতায় ১৫০ জন কৃষাণ কৃষাণীদের নিয়ে সিআইজি কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১১টায় গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্টিত হয়।

গোসাইরহাট উপজেলা কৃষি অফিসার মোঃ শাহাবুদ্দিন ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র কর্মকার এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. রবীআহ নূর আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত। এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকসহ কৃষাণ কৃষাণী প্রমুখ।

এসময় সিআইজির সকল কৃষান কৃষাণিরা সভায় উপস্থিত লোকজনের সামনে তাদের প্রশিক্ষণ এবং সিআইজি ফেজ ২ প্রজেক্টের আওতায় ধান, ভূট্টা, সরিষা, আম, লিচু, কলা, মসলা ফসল ও আধুনিক উৎপাদন প্রযুক্তি ব্যবহার করে বিগত ২০২২-২৩ এর সকল উৎপাদন ও তাদের সফলতা অর্জনের কথা তুলে ধরেন এবং সদস্যরা তাদের যাবতীয় সমস্যার কথা লিখিত ভাবে উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসারের কাছে। 1xBet présente l’une des meilleures offres de codes promo et des options de bonus pour récompenser ses joueurs. Inscrivez-vous sur 1xBet, obtenez un code promo 1xbet gratuit, pour réaliser des paris sportifs en ligne ? Découvrez donc comment obtenir tous les bonus 1xbet. Si vous voulez parier sur le sport, vous pouvez profiter d’un bonus de bienvenue intéressant. Celui-ci est très attractif, puisqu’il vous permet de bénéficier d’un bonus pouvant aller jusqu’à $130. Pour en profiter, il est tout de même nécessaire que vous ayez validé votre identité.