
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ইসরায়েলকে ১ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছেন—মুফতি আলাউদ্দিন জিহাদীর এমন দাবিকে বানোয়াট, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সংস্থাটি জানায়, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য অধ্যাপক ইউনূস ও অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে চলমান অপপ্রচারের অংশ।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘রিউমার স্ক্যানার’ অনুসন্ধানে জানায়, ইসরায়েলের কোনো সরকারি সূত্র কিংবা আন্তর্জাতিক মাধ্যমে এমন লেনদেনের প্রমাণ পাওয়া যায়নি। ইউনূস সেন্টারও বিষয়টি সরাসরি অস্বীকার করেছে। প্রেস উইং জনগণকে বিভ্রান্ত না হয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানায়।
প্রয়োজনে আমি এই সংক্ষিপ্ত প্রতিবেদনটির একটি প্রেস রিলিজ বা সোশ্যাল মিডিয়া পোস্ট সংস্করণও তৈরি করে দিতে পারি। চাইলে বলো।