Tuesday 13th May 2025
Tuesday 13th May 2025

শরীয়তপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শরীয়তপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গত ১৫ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৫ টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পালং থানাধীন ধানুকা গ্রামস্থ জনৈক মান্নান সরদার এর চায়ের দোকানের পাকা রাস্তার উপর কিছু ব্যক্তি মদক বিক্রি করছে, এই সংবাদের ভিত্তিতে ৫ টা ৩৫ মিনিটে এস আই এনামুল হক সংগীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছে ইয়াবাসহ মাইন উদ্দিন আহমেদ @ জিন্টু ব্যাপারী (৪০), পিতা: ইউনুস ব্যাপারী, সাং- মহিষকান্দি, থানা- গোসাইরহাট, শরীয়তপুর কে আটক করেন। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে আসামির দেহ তল্লাশি করে পরিহিত ফুলপ্যান্ট এর বাম পকেট থেকে ২টি নীল জিপারের মধ্যে ৪০০ পিস, ফুল প্যান্টের সমনের ডান পকেটে ২টি নীল জিপার এর মধ্যে থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে পালং মডেলে থানার মামলা নং ১৯ তাং ১৫/১/১৯ ধারা ২০১৮ সালের মাঃ দ্রঃ নিঃ আইনের ৩৬(১) এর ৯(ক) রুজু করা হয়েছে।
এস আই এনামুল হক বলেন, ওসি মোঃ আসলাম উদ্দিন এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবার একটি চালান উদ্ধার করি এবং আসামী কে আটক করি।