Tuesday 13th May 2025
Tuesday 13th May 2025
শরীয়তপুর সদরে

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা
মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা

উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, শরীয়তপুরের সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শরীয়তপুর সদরে।

সোমবার (১৩জুন), দুপুর ১২ টায় শরীয়তপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, তুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোসেন ফকির সহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সদর উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, সুশীল সমাজের নেতৃবৃন্দ, স্কাউট সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উক্ত কর্মশালা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ নাজিরুল্লাহ্।

অনুষ্ঠানে বক্তারা মাদকের অপব্যবহার রোধে বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তাবনার কথা বলেন এবং সামাজিক আন্দোলন করে তুলতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।