
শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনের জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা শরীয়তপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর সভাপতিত্বে শরীয়তপুর জেলার লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।
১ ফেব্রুয়ারি বুধবার জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মো: খালেদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) স্বপন কুমার সরকার । চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ তালুত , জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার, বেসরকারি কারা পরিদর্শক অনল কুমার দে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর ফিরোজ আহমেদ-সহ প্রমুখ।
সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান তার বক্তব্যে বলেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে উন্নিত করতে চাইলে সকল নাগরিকের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার কোন বিকল্প নেই। দরিদ্র-বান্ধব বিচার ব্যবস্থার উপযোগিতা অনস্বীকার্য। এ লক্ষ্যেই দেশের দরিদ্র-অস্বচ্ছল নাগরিকদের আদালতের আশ্রয় লাভের অধিকার নিশ্চিত করতে জাতীয় আইনগত সহায়তা আইন, ২০০০ প্রণয়ন করা হয়েছে।
উক্ত সভায় বিগত মাসিক সভার কার্যবিবরণী, অস্বচ্ছল ও সহায় সম্বলহীন বিচারপ্রার্থীর পক্ষে দাখিলকৃত আবেদনে প্যানেল আইনজীবী নিয়োগ অনুমোদনসহ বিবিধ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।