
বড় বোন বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ছোট ভাইকে অপহরণ করা হয় বলে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে অপহরনকারী রাসেল বেপারী। শরীয়তপুরের গোসাইরহাট থানার বড় কালি নগর গ্রামে গত ২৮ ফেব্রুয়ারী ঘটনাটি ঘটেছে।
এবিষয়ে ২ মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ সুপারের অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল হক।
পুলিশ সুপার জানান, গত ২৮ ফেব্রুয়ারী মিরাজ (১২) নামের একটি শিশু অপহরণ হয়, তারপর থেকেই আমাদের ফোর্স বিভিন্ন সোর্স ও তথ্য প্রযুক্তির সাহায্যে নিয়ে ২ মার্চ মাদারীপুর জেলার কালকিনি থানার মধ্যের চর এলাকা থেকে আসামী রাসেল বেপারী ও ভিকটিম মিরাজকে উদ্ধার করা হয়। আসামী রাসেল বেপারী স্বীকারোক্তি দেয়, সে মিরাজের বড়বোনকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু মিরাজের বড়বোন তাতে রাজি না হওয়ায় আসামী তার ছোট ভাইকে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানার মধ্যর চর গ্রামে নিয়ে যায়।