Tuesday 13th May 2025
Tuesday 13th May 2025

সিতোরিউ দো কারাতে ২৩ জন উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে বেল্ট বিতরণ

সিতোরিউ দো কারাতে ২৩ জন উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে বেল্ট বিতরণ
সিতোরিউ দো কারাতে ২৩ জন উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে বেল্ট বিতরণ

বাংলাদেশ করাতে ফেডারেশ এর সিতোরিউ দো করাতের বিভিন্ন শ্রেনীর উত্তীর্ণ শিক্ষার্থী ২৩ জনের মাঝে বেল্ট বিতরণ করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের ভবনে শুক্রবার ১১ নভেম্বর বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোষাধ্যক্ষ করাতে প্রধান প্রশিক্ষক আবুল কালাম আজাদ, করাতে প্রশিক্ষক মোঃ লোকমান ও করাতে প্রশিক্ষক মোঃ জামাল উত্তীর্ণ শিক্ষার্থীদের বেল্ট পরিয়ে দেন।