Sunday 11th May 2025
Sunday 11th May 2025

জাজিরায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন ইকবাল হোসেন অপু এমপি

জাজিরায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন ইকবাল হোসেন অপু এমপি
জাজিরায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন ইকবাল হোসেন অপু এমপি

জাজিরা কৃষি অফিস কর্তৃক আয়োজিত কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় রবি ২০২০-২১ মৌসুমে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুভ উদ্বোধন করা হয়।

বুধবার ১১ নভেম্বর জাজিরা উপজেলা অডিটোরিয়ামে উপজেলার ৫ হাজার ৭১৫ কৃষককে বীজ বিতরণের অংশ হিসেবে ১৮’শ ১০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।

এ বীজের মধ্যে রয়েছে সরিষা, মশুর, খেসারী, সূর্যমুখী, চিনাবাদাম, গম, মুগ, পেয়াজ, টমেটো, মরিচ, ভূট্টা ও বোরো ফসলের বীজ।

জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলার সুযোগ্য চেয়ারম্যান মোঃ মোবারক আলী শিকদার, জাজিরা পৌরসভা মেয়র মোঃ ইউনুছ বেপারী, জাজিরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার আকন, জাজিরা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, জাজিরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম নুরুল হক, সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা কৃষি দপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিসহ সহস্রাধিক কৃষকবৃন্দ।

উদ্বোধনী দিনে ১৮১০ জন কৃষককে ১ কেজি উন্নত মানের সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।