
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক মানবিক সহায়তা প্রদান কর্মসূচির আওতায় শরীয়তপুরের জাজিরা উপজেলায় সাম্প্রতিক বন্যা ও নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার ১৯ জুলাই বেলা ১২ টার দিকে জাজিরা উপজেলা প্রশাসনের আয়োজনে জাজিরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে জাজিরা উপজেলার ৫ টি ইউনিয়নের বন্যাদুর্গত ৫’শ পরিবারের জন্য ৫’শ পেকেট অর্থাৎ ১০ টন চালসহ শুকনা খাদ্য বিতরণের অংশ হিসেবে জাজিরা ইউনিয়নের ৫৭ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করেন আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু এমপি।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের মানুষ তিন বেলা পেট ভরে খেতে পায় এবং শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসাসহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়। তাই শেখ হাসিনার সরকার থাকলে কেউ কোনদিন না খেয়ে থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা ভাইরাস দুর্যোগে আমরা যেভাবে খাদ্য সংকট মোকাবেলা করেছি, সাম্প্রতিক বন্যা দুর্গতদেরও সেভাবেই খাদ্য সংকট মোকাবেলা করবো ইনশাআল্লাহ।
জাজিরা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুজ্জামান ভূইঁয়া-এর সভাপতিত্বে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো: মামুনুল হাসান, জাজিরা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রেনু দাস, জাজিরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম নুরুল হক, আওয়ামীলীগের সভাপতি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, জাজিরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল হক কবিরাজ, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ মো. জামাল হোসেন ফকির, ছাত্রলীগ নেতা আশাদুজ্জামান শাওন প্রমূখ উপস্থিত ছিলেন।