
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় সখিপুর ডায়াবেটিক এন্ড ডায়াগনষ্টিক লি: এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সখিপুর বাজারের মোল্লা মার্কেটের উকিল প্লাজায় কৃষি ব্যাংকের নিচে এ ডায়াবেটিক এন্ড ডায়াগনষ্টিক লি: এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মো. মুসা খান।
সখিপুর ডায়াবেটিক এন্ড ডায়াগনষ্টিক লি: এর চেয়ারম্যান শামীম মাহবুব মালতের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা এনআইসিভিডি’র জু: কনসালট্যান্ট ডা. তৌহিদুজ্জামান মুন্সী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার। এ সময় সখিপুর ডায়াবেটিক এন্ড ডায়াগনষ্টিক লি: এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আলাউদ্দিন আহমেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, সখিপুর ডায়াবেটিক এন্ড ডায়াগনষ্টিক লি: এর ব্যবস্থাপনা পরিচালক মার্কেটিং হারুন অর রশিদ মালত।
উদ্বোধন অনুষ্ঠান শেষে ১২জন ডাক্তারকে আজীবন সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। পরে ফিতা কেটে সখিপুর ডায়াবেটিক এন্ড ডায়াগনষ্টিক লি: উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে শুক্রবার দিনব্যাপি রোগিদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।