Sunday 11th May 2025
Sunday 11th May 2025

জাজিরা উপজেলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

জাজিরা উপজেলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

“মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগানকে নিয়ে শরীয়তপুরের জাজিরা উপজেলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলা মৎস্য দফতরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস।
জাজিরা উপজেলা মৎস্য অফিসার উজ্জল কুমার রায় সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের আমলে মৎস্যখাতে বাংলাদেশ অগ্রগতি ও স্বয়ংসম্পূর্ন’র বিষয়গুলো তুলে ধরেন এবং মৎস্য সপ্তাহে উপজেলার কি কি কার্যক্রম করবেন তা তুলে ধরেন।
এ সময় জাজিরা উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।