Sunday 11th May 2025
Sunday 11th May 2025

মাদারীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ২৭ আগষ্ট মঙ্গলবার আনুমানিক বেলা ১ টা ৩০ মিনিটের সময় মাদারীপুর জেলার সদর থানাধীন বালিয়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আলী হোসেন (৪০), পিতাঃ মৃত আব্দুর রহমান, সাং-মোস্তফাপুর, থানাঃ সদর, জেলাঃ মাদারীপুরকে ইয়াবাসহ হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীর নিকট হতে ১০১পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে মাদারীপুর জেলার সদর থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর জেলার সদরা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে রয়েছে।