Sunday 11th May 2025
Sunday 11th May 2025

শরীয়তপুরে যক্ষ্মা রোগ প্রতিরোধে গণসচেতনতা মূলক মতবিনিময় সভায় সিভিল সার্জন

শরীয়তপুরে যক্ষ্মা রোগ প্রতিরোধে গণসচেতনতা মূলক মতবিনিময় সভায় সিভিল সার্জন
শরীয়তপুরে যক্ষ্মা রোগ প্রতিরোধে গণসচেতনতা মূলক মতবিনিময় সভায় সিভিল সার্জন

শরীয়তপুর জেলার সাংবাদিক নেতৃবৃন্দের সাথে সরকারি বিধি অনুযায়ি সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে যক্ষ্মা রোগ প্রতিরোধে গণসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ অক্টোবর সোমবার বেলা ১১ টায় বেসরকারি উন্নয়ন সংগঠন এসডিএস প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা নাটাবের সভাপতি মজিবুর রহমানের এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুরের সিভিল সার্জন ডাঃ এস.এম আব্দুল্লাহ আল মুরাদ। বিশেষ আলোচক ছিলেন শরীয়তপুর পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এসডিএস কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ মোসলেম উদ্দিন।

সভায় বক্তারা বলেন এক নাগারে ২ সপ্তাহ বা তার অধিক সময় ধরে কাঁশি শ্বাসকষ্ট, বুকে বা পিঠে ব্যাথা, জ্বর থাকলে অবশ্য নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে বা নির্দিষ্ট এনজিও ক্লিনিকে চিকিৎসা নিতে হবে।

প্রধান অতিথি সিভিল সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মুরাদ বলেন, করোনা দূর্যোগের সময় দেশে যক্ষ্মা রোগ যেন করোনা ভাইরাসের মত মহামারি আকার ধারণ না করতে পারে সেজন্য দেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সাংবাদিক মহল তাদের ভূমিকা রাখতে পারেন।