Sunday 11th May 2025
Sunday 11th May 2025

শরীয়তপুর জেলা প্রশাসনের ঈদ-উল-ফিতর উদযাপনে প্রস্তুতি

শরীয়তপুর জেলা প্রশাসনের ঈদ-উল-ফিতর উদযাপনে প্রস্তুতি

পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছে শরীয়তপুর জেলা প্রশাসন । সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহের।

এসময় ঈদের সময় পরিবহনে অতিরিক্ত ভাড়া না নেয়া, কোন প্রকারের অপ্রিতিকর ঘটনা যাতে না ঘটে সে দিকে পুলিশ প্রশাসনকে সজাগ থাকা এবং মঙ্গল মাঝির ঘাটে কেই যেন চাঁদা না তুলতে পারে সে দিকে লক্ষ্য রাখার পরামর্শ দেন জেলা প্রশাসক।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আল মামুন সিকদার, সিভিল সার্জন ডা. মো. খলিলুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মো. রিফাতুল হোসাইন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সী মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সাংবাদিক আব্দুস সামাদ তালুকদার, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-২ হোসেন মোহাম্মদ আলমগীর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ইদ্রিছ ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শঙ্কর চন্দ্র বৈদ্য প্রমূখ উপস্থিত ছিলেন।