Saturday 10th May 2025
Saturday 10th May 2025

শরীয়তপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুুষ্ঠিত

শরীয়তপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুুষ্ঠিত

শরীয়তপুর জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ জুলাই বৃহস্পতিবার পুলিশ লাইন্স ড্রিলসেড এ এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কল্যান সভায় সভাপতিত্ব করেন, শরীয়তপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল মোমেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আব্দুল হান্নান, নবযোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) কামরুলল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হায়দার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) থান্দার খায়রুল হাসান, নবযোগদানকৃত সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) কল্লোল কুমার দত্ত, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) কাজী আবু সাঈদ এবং ডাঃ মনিরুল ইসলাম।
কল্যান সভায় আরো উপস্থিত ছিলেন, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দসহ বিভিন্ন থানা ফাঁড়ি থেকে আগত ও পুলিশ লাইন্সের বিভিন্ন পর্যায়ের অফিসার ফোর্সবৃন্দ।
এসময় পুলিশ সুপার, শরীয়তপুর জেলার জুন/২০১৮ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এএসআইদের পুরস্কৃত করেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক, জাজিরা থানা, শরীয়তপুর। শ্রেষ্ঠ এসআই বাদল তালুকদার, জাজিরা থানা, শরীয়তপুর। শ্রেষ্ঠ এএসআই আতিকুল ইসলাম, জাজিরা থানা, শরীয়তপুর।