Sunday 11th May 2025
Sunday 11th May 2025

জাজিরার মুলনা নগর বোয়ালিয়া ভূইয়া কান্দি গ্রামে সরকারী খাল ভরাটের অভিযোগ

জাজিরার মুলনা নগর বোয়ালিয়া ভূইয়া কান্দি গ্রামে সরকারী খাল ভরাটের অভিযোগ

জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের নগর বোয়ালিয়া ভূইয়া কান্দি গ্রামে সরকারী খাল ভরাট করছে স্থানীয় কামাল ফকির। সেই খাল ভরাট করতে গিয়ে জাজিরা যাওয়ার সড়ক আটকে দিয়ে জনদূর্ভোগের সৃষ্টি করেছে কামাল ফকির।

এছাড়া পুরো রাস্তা জুড়ে পড়ে আছে মাটি মিশ্রিত সুড়কি, এতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

তাছাড়া এ খালটি ভরাট করে ফেললে স্থানীয় কৃষকরাও পড়বে পানি সংকটে, ব্যহত হবে চাষাবাদ।
সরকারী খাল ভরাটের বিষয়ে কথা বলতে রাজি হননি কামাল ফকির।

বিষয়টি মূলনা ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাখাওয়াত হোসেনকে মুঠোফোনে জানালে তিনি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার কথা জানান।