Sunday 11th May 2025
Sunday 11th May 2025

শরীয়তপুর সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিষয়ভিত্তিক কর্মশালা

শরীয়তপুর সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিষয়ভিত্তিক কর্মশালা

শরীয়তপুর সরকারি কলেজ রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিষয় ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জানুয়ারী) সকাল ১০ টায় রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সংরক্ষিত ১০নং ক্লাস রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্র বিজ্ঞান বিভাগ ২য় বর্ষের শিক্ষার্থীরা অংশ নেয়।

কর্মশালায় শিক্ষার্থীরা রাষ্ট্র বিজ্ঞান সম্পর্কিত উপস্থাপিত বিভিন্ন বিষয়ের সঙ্গে আলাদা আলাদা পোস্টারে সংশ্লিষ্ট ছবি ও গ্রাফ প্রদর্শন করে।

কর্মশালার উদ্বোধন করেন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ফজলুল হক। এসময় তিনি বলেন, আমাদের সকলের মাঝেই সুপ্ত প্রতিভা রয়েছে। এ প্রতিভা বিকশিত করার জন্য প্লাটফর্ম দরকার। এই কর্মশালা আমাদের নিজেদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা সামনে নিয়ে আসার মাধ্যম। আগামীতে আমরা আরও বড় আঙ্গিকে এই কর্মশালা করার চেষ্টা করবো।

এসময় শরীয়তপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ড. আবু রুশো মু. তোয়াব হোসেন, প্রভাষক মো. সোহানুর রহমান সহ উপস্থিত কলেজের অন্যান্য শিক্ষকরা শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকান্ডের প্রশংসা করেন।