Sunday 11th May 2025
Sunday 11th May 2025

জাজিরা কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, ভুট্টা, বিটি বেগুন ও সার বিতরণ

জাজিরা কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, ভুট্টা, বিটি বেগুন ও সার বিতরণ

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ২০১৮-২০১৯ অর্থ বছরের রবি মৌসুমে কৃষকদের প্রণোদনা কাযর্ক্রমের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, ভুট্টা, বিটি বেগুন ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে জাজিরা উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, ভুট্টা, বিটি বেগুন ও সার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহের।
এ সময় জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, জাজিরা উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার, জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ চন্দ্র দেবনাথ, জাজিরা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জামাল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।