
সম্প্রতি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ভোলা জেলায় নিজস্ব ভবন এর শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবন উদ্বোধন করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
এ সময় কোম্পানির ডিএমডি মোঃ নওশের আলী নাঈম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন ও কোম্পানীর মেডিকাল অফিসার ডাঃ মাহমুদুল হাসান ইমন।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীর প্রকল্প পরিচালকবৃন্দ এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।