
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৯ টায় শরীয়তপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে জেলা আইনজীবী সমিতির সামনে এক বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম-এর সভাপতিত্বে ও এডভোকেট মোঃ শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ লুৎফুর রহমান ঢালী, এ্যাডভোকেট মোঃ মনিরুজ্জামান খান (দিপু), এ্যাডভোকেট মোহাম্মদ রুবায়েত আনোয়ার মনির, এ্যাডভোকেট মোঃ মনিরুজ্জামান ইমরান, যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ মাহবুব আলম (স্বপন), এ্যাডভোকেট মোহাম্মদ মৃধা নজরুল কবির, এ্যাডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন, সদস্য অ্যাডভোকেট আমিনুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান নাসির, এ্যাডভোকেট আব্দুল মালেক খান, প্রচার সম্পাদক এ্যাডভোকেট মোঃ লোকমান হোসাইন, সহ প্রচার সম্পাদক এ্যাডভোকেট মোঃ রুহুল আমিন ও এ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলামসহ প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দেন এবং সকল মামলা থেকে অব্যহতি দিয়ে অবিলম্বে মুক্তি দাবী করেন।