
শরীয়তপুর সদরে একই পরিবারের ৩ জন ও জাজিরা উপজেলায় ১ জন সহ মোট ৪ জন করোনা সংক্রমিত (পজেটিভ) হয়েছে বলে জানা গেছে। সোমবার (১৩ এপ্রিল) বিকালে জেলা সিভিল সার্জন ডা. এস.এম আব্দুল্লাহ আল মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এস.এম আব্দুল্লাহ আল মুরাদ জানান, এই প্রথম নমুনা সংগ্রহের পর ৪জনের শরিরে করোনা পজেটিভ পাওয়া গেছে। এরা একজন জাজিরা উপজেলার ও অন্য ৩জন সদর উপজেলার বাসিন্দা করোনা রোগী হিসেবে সংক্রমিত হয়েছেন। তাদেরকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে আজ আইইডিসিআর থেকে পাঠানো ওই ১৪ জনের নমুনা পরীক্ষায় একই পরিবারের তিনজন’সহ মোট ৪জনের করোনার সংক্রমন বিষয়ে জানা যায়। এরা সবাই তাদের বাড়ি লকডাউন করেছে প্রশাসন। অাক্রান্তরা সবাই ঢাকা ও নারায়নগঞ্জ জেলা থেকে শরীয়তপুরে এসেছেন। এর আগে নড়িয়া উপজেলায় এক বৃদ্ধ করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এছাড়া ২১৪জন অাগত এখনো হোম কোয়ারেন্টাইন অাছেন।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান জানান, জাজিরার আক্রান্ত ঐ করোনা রোগীকে ঢাকা রেফার্ড করা হয়েছে। ওখানেই ব্যবস্থা নেয়া হবে।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুনির আহমেদ খান জানান, করোনা সন্দেহকারী সদরের ঐ তিনজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে রোগের কোন লক্ষণ আপাতত নেই। রোগের লক্ষণ দেখা গেলে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে।