মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং

শরীয়তপুরে চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী দিলেন বিএম ইউসুফ আলীর পুত্র ডাঃ মাহামুদুল হাসান ইমন

বিএম ইউসুফ আলীর পুত্র ডাঃ মাহামুদুল হাসান ইমন

চিকিৎসক ও নার্স করোনাভাইরাস থেকে সুরক্ষা থেকে চিকিৎসা সেবা দিতে পিপিই, থার্মোমিটার,হ্যান্ড গ্লাভস, সেফটি চশমা ও মাস্ক প্রদান করেছেন ডাক্তার মাহমুদুল হাসান ইমন।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি: এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, দানবীর শরীয়তপুরের কৃতি সন্তান বিএম ইউসুফ আলীর সুযোগ্য পুত্র ডাক্তার মাহমুদুল হাসান ইমন।

তিনি গত ৯ এপ্রিল করোনা মহামারীতে কর্মহীন অসহায় মানুষের জন্য জেলা প্রশাসক কাজী আবু তাহেরকে ২ লক্ষ টাকা প্রদান করেন।

সেই ধারাবাহিকতায় দানবীর বিএম ইউসুফ আলীর সুযোগ্য সন্তান তরুন দানবীর ডা. মাহামুদুল হাসান ইমন শরীয়তপুরে করোনাভাইরাস মোকাবিলায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী প্রদান করেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ডাঃ মাহমুদুল হাসান ইমন শরীয়তপুর জেলা সদর হাসপাতালসহ জেলার অন্যান্য উপজেলা হাসপাতালের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্যে ১’শ পিস পিপিই, ১’শ পিস সেপটি চশমা, ১’হাজার পিস মাস্ক, ১’হাজার পিস হ্যান্ড গ্লাভস, ২ পিস ইনফারেড থার্মোমিটার, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি বকতিয়ার হোসেন খান বেনুর হাতে তুলে দেন।

এ ব্যাপারে ডাঃ মাহমুদুল হাসান ইমন বলেন, আমার পিতার শিকড় শরীয়তপুরে। শরীয়তপুরের মাটি ও মানুষের সাথে মিশে আছেন আমার বাবা। আমি তার সন্তান হিসেবে শরীয়তপুর এর প্রতি রয়েছে আমার অনেক ভালোবাসা। সারা বাংলাদেশে বর্তমানে করোনা আতঙ্ক। এই মুহূর্তে ডাক্তার ও নার্স বাঁচলে রোগীরাও বাঁচবে। ডাক্তার নার্স দের সুরক্ষার প্রয়োজন বেশি। চিকিৎসকরা বেঁচে থাকলে রোগীদের বাঁচানো সম্ভব। তাই শরীয়তপুর বাসির কথা চিন্তা করে এই ন্যূনতম উপহার চিকিৎসকদের জন্য।


error: Content is protected !!