সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং

ভেদরগঞ্জে নাহিম রাজ্জাক এমপি’র ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ভেদরগঞ্জে নাহিম রাজ্জাক এমপি’র ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

২৩ এপ্রিল বৃহস্পতিবার ভেদরগঞ্জ উপজেলায় ৪ টি ইউনিয়নে প্রায় ১ হাজার দরিদ্র লোককে খাদ্য সহায়তা দেওয়া হয়। শরীয়াতপুর-৩ আসনের এমপি নাহিম রাজ্জাকের ব্যক্তিগত তহবিল থেকে ভেদরগঞ্জ উপজেলায় প্রায় ১ হাজার লোককে ত্রাণ দেওয়ার কথা ছিল তার নিজ হাত দিয়ে আবহাওয়া খারাপ থাকায় তার সময় মতো আসতে দেড়ি হলে তিনি কর্তৃপক্ষকে ত্রাণ দিয়ে দিতে বলেন।
এ ব্যাপারে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাফীস বলেন, আমাদের উপজেলায় এমপি সাহেবের উপস্থিত থাকার কথা ছিল ৩ টার সময় কিন্তু তিনি আবহাওয়া খারাপ থাকায় আসতে পারেনি, তবে তিনি আমাদের বলে দিয়েছেন আমরা যেন ত্রাণগুলো সাধারণ মানুষের মাঝে সুন্দর করে বিলি করে দেই। তিনি ছয়গাও ইউনিয়নে নিজ হাতে ত্রাণ দিয়ে চলে যাবেন। ত্রাণগুলো তার নিজ তহবিল থেকে দেওয়া হচ্ছে।


error: Content is protected !!