বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং

শরীয়তপুরে নতুন করে ৭ করোনা রোগী শনাক্ত

শরীয়তপুরে নতুন করে ৭ করোনা রোগী শনাক্ত

শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় এক নারীসহ সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন ন‌ড়িয়া পৌরসভা ৩ জন, শরীয়তপুর পৌরসভা একজন, জা‌জিরা উপ‌জেলার জা‌জিরা ইউ‌নিয়‌নে একজন, সে‌নেরচর ইউ‌নিয়‌নে একজন ও সদর উপ‌জেলার আংগা‌রিয়া ইউ‌নিয়‌নে একজন।

পাশাপা‌শি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ন‌ড়িয়া উপ‌জেলার ভূমখাড়া ইউ‌নিয়‌নে ৩ জন ও সদর উপ‌জেলার চিত‌লিয়া ইউ‌নিয়‌নে ২ জন । বৃহস্প‌তিবার (২১ মে) রা‌তে এসব তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের জেলা করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আবদুর রশিদ বলেন, জেলার ৮০ জন করোনা আক্রান্তদের মধ্য থেকে স্বাস্থ্য বিভাগের পরিচর্যায় চিকিৎসাপ্রাপ্ত ৩২ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। এ পর্যন্ত জেলায় ২ হাজার ৩১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। ২ হাজার ৬১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলায় করোনায় আক্রান্ত মোট ৮০ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় তিনজনের মৃত্যু হয়েছে।


error: Content is protected !!