
ত্রান ও পূনর্বাসন মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী, ও শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব টি এম গিয়াস উদ্দিন আহ্মদ এর রুহের মাগফেরাত কামনায় শরীয়তপুর জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা শরীয়তপুর ডাকবাংলো কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির কার্যকরী সহ-সভাপতি শাহ মো: আব্দুস সালাম, সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, আলহাজ্ব সিরাজুল হক মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. লুৎফর রহমান ঢালী, দপ্তর সম্পাদক এ্যাড. কামরুল হাসান শাহ আলম, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকতার মাঝী, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মাল প্রমূখ।
উল্লেখ্য : আলহাজ্ব টিএম গিয়াস উদ্দিন আহ্মদ ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (৩জুলাই) রাত সাড়ে ১০টায় ইন্তেকাল করেন।