সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং

নড়িয়ায় বৃক্ষরোপন করলেন পুলিশ সুপার

নড়িয়ায় বৃক্ষরোপন করলেন পুলিশ সুপার

শরীয়তপুর নড়িয়া সার্কেল অফিস প্রাঙ্গণে ২১ জুলাই মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন করেন শরীয়তপুর পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান। এ সময় সকলকে বেশি বেশি বৃক্ষরোপন করার পরামর্শ দেন পুলিশ সুপার।

বৃক্ষরোপনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস. এম. মিজানুর রহমান, নড়িয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান, নড়িয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীন কুমার চক্রবর্তীসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


error: Content is protected !!