Sunday 11th May 2025
Sunday 11th May 2025

শরীয়তপুরে ১১৩ পিস ইয়াবাসহ সোহাগ বেপারী আটক

শরীয়তপুরে ১১৩ পিস ইয়াবাসহ সোহাগ বেপারী আটক
শরীয়তপুরে ১১৩ পিস ইয়াবাসহ সোহাগ বেপারী আটক

শরীয়তপুরে ডিবি পুলিশের অভিযানে ১১৩ পিস ইয়াবাসহ ১ যুবককে গ্রেফতার করা হয়েছে।

গত বুধবার ২২ জুলাই শরীয়তপুর পুলিশ সুপারের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে গোসাইরহাট থানা এলাকায় মাদকদ্রব্য অভিযান পরিচালনাকালে মোঃ সোহাগ বেপারী (২৮) নামে ঐ যুবককে গোসাইরহাট থানধীন পখমসার গ্রামস্থ জনৈক মোতালেব বেপারীর বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হতে হাতেনাতে ১১৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ। আটককৃত যুবক গোসাইরহাট উপজেলার কেচুয়ারচর গ্রামের আদিল বেপারীর ছেলে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গোসাইরহাট থানার নিয়মিত মামলা রুজু করা হয়। গোসাইরহাট থানার মামলা নং-০৪, তারিখঃ- ২২/০৭/২০২০ খ্রিঃ। বিচারের জন্য আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।