
২৭ জুলাই সোমবার বেলা ১১ টার দিকে শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয় প্রঙ্গণ হতে জেলার বিভিন্ন এনজিও কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা, আইন-শৃঙ্খলা ও বিভিন্ন বিষয় সম্পর্কে মতবিনিময় ও সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন পালং মডেল থানা অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আজহারুল ইসলামসহ জেলা পুলিশের ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।