Sunday 11th May 2025
Sunday 11th May 2025
শরীয়তপুর করোনা আপডেট

শরীয়তপুরে নতুন করে ১৩ জনের করোনা, জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১৩৯ জন

শরীয়তপুরে নতুন করে ১৩ জনের করোনা, জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১৩৯ জন
শরীয়তপুরে নতুন করে ১৩ জনের করোনা, জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১৩৯ জন

শরীয়তপুরে নতুন করে ১৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১৩৯ জন। নতুন করে সুস্থ ঘোষনা করা হয়েছে ১৬ জনকে। নতুন করে কাউকে মৃত ঘোষণা করা হয়নি। বুধবার ০৫ আগস্ট জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জেলায় নতুন ১৩ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলার ০৫ জন, জাজিরা উপজেলায় নেই, নড়িয়া উপজেলা নেই, ভেদরগঞ্জ উপজেলায় ০৪ জন, ডামুড্যা উপজেলায় নেই ও গোসাইরহাট উপজেলায় ০৪ জন।

জেলায় নতুন সুস্থ হওয়া ১৬ জনের মধ্যে সদর উপজেলার ১৪ জন ও জাজিরা উপজেলার ০২ জন।
বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, গত ২৪ ঘন্টায় নতুন ১১৯ জনসহ এ পর্যন্ত জেলায় মোট ৬ হাজার ৭৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে নতুন ২৩ জনসহ মোট ৬ হাজার ৫৯৭ জনের ফলাফল হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়া উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা- সদর উপজেলায় ৪১৫ জন, জাজিরায় ১৩২ জন, নড়িয়ায় ১৭৪ জন, ভেদরগঞ্জে ১৪১ জন, ডামুড্যায় ১২৬ জন ও গোসাইরহাটে ১৫১ জন। মোট করোনা পজিটিভ হয়েছিল ১১৩৯ জন। মোট সুস্থ ৯২৪ জন। এখন মোট সক্রিয় করোনা পজিটিভ রোগী আছে ২০৪ জন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১১ জন।